দেশে বেড়েই চলেছে করোনা। বৃহস্পতিবার নতুন করে ১২,৫৯১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর জেরে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫,২৮৬। ২৪ ঘন্টায় মোট মৃতের সংখ্যা ৪০। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ১০,৮২৭ জন সংক্রামক ব্যাধিকে হারিয়ে সুস্থ জীবনে ফিরে এসেছেন বলেও খবর।
রিপোর্ট বলছে, ফের দিল্লির অবস্থার অবনতি হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৬৭ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১১০০-তে ঠেকেছে। সেখানেও ৪ জন মারা গেছেন বলে খবর।
আরও পড়ুন- Yemen Stampede: ইয়েমেনে টাকা বিলির অনুষ্ঠানে দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৮০ জন