দেশে ফের বাড়ল কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা (India Covid update) সংক্রমণ ২০, ৫৫৭। বুধবার সংক্রমণের গ্রাফ ২০ হাজারের ওপরে। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। রবিবার করোনা টিকাকরণে দেশ নয়া নজির গড়ার পর এই পরিসংখ্যান যথেষ্টই স্বস্তি দিচ্ছে না বিশেষজ্ঞদের।
দেশে করোনার (India Covid update) কবল থেকে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২৫,৮২৫ জনের।
রবিবারই ভারত ২০০ কোটি ভ্যাকসিনের (Vaccination) লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন (Vaccine in India) পেয়েছেন ২০০ কোটি ৪ লক্ষ ৬১ হাজারের বেশি মানুষ। পাশাপাশি, ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই নতুন করে বাড়ছে টিকাকরণের গতি।