দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা। ১৩০ দিন পর পজিটিভিটি রেট ৪ শতাংশের ওপর চলে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (India Daily Covid Update) হয়েছেন ১২, ৭৮১ জন। একদিনে মৃত্যু (Covid Death) হয়েছে ১৮ জনের । ৭৫ হাজার পার করেছে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা।
দেশের সব প্রান্তেই করোনা সংক্রমণ বাড়ছে । সবথেকে বেশি উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্র, কেরালা ও দিল্লিতে। অন্যদিকে, কর্নাটক ও তামিলনাড়ুতেও বাড়ছে করোনা সংক্রমণ।
আরও পড়ুন- New Covid Variant: করোনার নয়া প্রজাতির খোঁজ বাংলায়, তবে কি আছড়ে পড়বে চতুর্থ ঢেউ?
দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid-19 cases) সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৭৬,৭০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮,৫৩৭ জন । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৭ হাজার ৯০০ জন।