গত এক সপ্তাহ চোখ রাঙানোর পর খানিকটা স্বস্তি দিল করোনা। দৈনিক সংক্রমণের গ্রাফ নামল ১০ হাজারের নীচে। সামান্য কমেছে পিজিটিভিটি রেটও। মঙ্গলবার কেন্দ্রীয় রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্ত ৯ হাজার ৯২৩ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। একদিনের সুস্থ হয়েছেন ৭ হাজার ২৯৩ জন। যার হার ৯৬.৬১ শতাংশ।
তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অ্যাকটিভ কেস যে ভাবে বাড়ছে তাতে উদ্বেগ থাকছে। এই পরিস্থিতি কী আবার কড়াকড়ি চালু হবে। এই প্রশ্ন ফের ঘুরপাক খেতে শুরু করেছে। তবে এই ব্যাপারে কেন্দ্রের মত, এখনই কড়াকড়ির প্রয়োজন নেই। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর (Active case) সংখ্যা ৭৯ হাজার ৩১৩। গত দিনের তুলনায় যা ২ হাজার ৬১৮ বেশি। মোট আক্রান্তের তুলনায় অ্যাকটিভ কেস ০.১৮ শতাংশ। করোনার কবলে মৃত্যু হয়েছে দেশের ৫,২৪, ৮৯০ জনের। যা আক্রান্তের ১.২১ শতাংশ।
আরও পড়ুন : COVID-19: দেশে কোভিডের অ্যাকটিভ কেস ছাড়াল ৮০ হাজার, মহারাষ্ট্রে একদিনে সংক্রমণ বাড়ল ৫৫ শতাংশ
টিকাই একমাত্র হাতিয়ার। বারবার করোনা যুদ্ধে এটাই বলছে কেন্দ্র। সেইমতো এখনও পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৯৬ কোটি ৩২ লক্ষের বেশি মানুষকে। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৩ লক্ষের কিছু বেশি।