বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড (Covid-19 virus) আক্রান্ত হয়েছেন ১৩,৩১৩ জন। ২৪ ঘন্টায় কোভিডমুক্ত হয়েছেন ১০, ৯৭২ জন। করোনায় মারা গেছেন ৩৮ জন।
তবে মে মাসের পর আবার মহারাষ্ট্রে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। যা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুম্বইয়ের ছবিটাও কিছুটা ইতিবাচক।
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৪১। বর্তমানে দেশে কোভিডের অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ হাজার ৯৯০। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হয়েছে ০.১৯ শতাংশ।