কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Heath Ministry) তথ্যানুযায়ী, দেশে একদিনে মারা গিয়েছেন ৩১ জন। আক্রান্তের সংখ্যা ১,৬৭৫ জন। ওমিক্রনের (Omicron) BA.4, BA.5 দুই নতুন প্রজাতির ভ্যারিয়েন্টের (Variant) সন্ধান মিলেছে দেশে। গত শনিবার থেকে এই খবর উদ্বেগ বাড়িয়েছিল। তবে সপ্তাহের দ্বিতীয় দিনেও পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
এই মুহূর্তে দেশে দৈনিক পজিটিভিটি রেট ০.০৩ শতাংশ। কেন্দ্রের রিপোর্ট বলছে, দেশে একদিনে ১,৬৩৫ জন করোনা(Corona in India) থেকে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। একদিনে কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেস ১৪ হাজার ৮৪১।
আরও পড়ুন- Viral Video : চিড়িয়াখানায় সিংহকে উত্যক্ত, কামড়ে ছিঁড়ে নিল কর্মীর আঙুল, দেখুন ভিডিও
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র বড়সড় হাতিয়ার টিকাকরণ (Corona vaccination)। ইতিমধ্যে দেশে ১৯২ কোটি ৫২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ১৩ লক্ষের বেশি ডোজ পেয়েছেন দেশবাসী।