একদিনে সামান্য কমলো দেশের দৈনিক করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। শুক্রবারের কোভিড বুলেটিন(National Covid Bulletin) অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৬৮৫ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭৫ %।
এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২১,৫৩০। তবে একদিনে বেড়েছে মৃত্যুর(Death Rate) সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৩ জনের। পজিটিভিটি রেট ০.০৫ %।
অন্যদিকে, দেশের কোভিড গ্রাফ(Covid Graph) নিম্নমুখী হওয়ায় কেন্দ্রের ঘোষণা, আগামী ৩১ মার্চের পর থেকে সারা দেশেই কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ(Covid Restrictions) উঠে যাচ্ছে। থাকছে শুধু মাস্ক পরা এবং দুরত্ব বিধি সংক্রান্ত বিধিনিষেধ।