মঙ্গলবার বেশ কিছুটা কমল সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬,৬০০ জন। সোমবারই যে সংখ্যাটা ছিল ৭,১৭৮ জন। ফলে একদিনেই কোভিড আক্রান্তের সংখ্যা ৬৫,৬৮৩ জনের থেকে কমে হয়েছে ৬৩,৩৮০ জন। গত ২৪ ঘন্টায় ২৪ জন দেশে মারা গিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন কেরালার ৪ বাসিন্দা।
কোভিড বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৩৬৯ জনের। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬৭ শতাংশ। মোট ভ্যাক্সিনেশন হয়েছে ২২০ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৬৭৯।