ধীরে ধীরে কমছে দেশের দৈনিক কোভিড গ্রাফ(Daily Covid Graph)। বেশ কিছুদিন ধরেই ২০ হাজারের নীচে রয়েছে সংক্রমণ। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Covid-19)আক্রান্ত হয়েছেন ১১,৪৯৯ জন। কমেছে মৃতের (Death)সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের।
আরও পড়ুন: কবর থেকে আনিসের দেহ তুলতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পুলিশ, গ্রাম ছাড়লেন আধিকারিকরা
গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery)হয়ে উঠেছেন ২৩,৫৯৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লাখ ৭০ হাজার ৪৮২ জন । দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর(Active Covid Patients) সংখ্যা ১ লাখ ২১ হাজার ৮৮১ জন।
দেশে করোনায় (Covid-19) এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৪৮১ জনের। দেশে মোট টিকাকরণ(Covid Vaccination) হয়েছে ১৭৬ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ৩৭৯ জনের।