রবিবার আরও কমলো দেশের দৈনিক করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা। কোভিড বুলেটিন(National Covid Bulletin) অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৪২১ জন। সুস্থতার হার ৯৮.৭৫ %। গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ১,৮২৬ জন।
এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬,১৮৭। তবে একদিনে বেড়েছে মৃত্যুর(Death Rate) সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দৈনিক পজিটিভিটি রেট ০.২৫ %। সাপ্তাহিক পজিটিভিটি রেট ০.২৯ %।
আরও পড়ুন- West Bengal Covid Update : রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৬ জন, টানা চারদিন মৃত্যু শূন্য
অন্যদিকে, দেশের কোভিড গ্রাফ(Covid Graph) নিম্নমুখী হওয়ায় কেন্দ্র ঘোষণা করেছে, আগামী ৩১ মার্চের পর থেকে সারা দেশেই কোভিড সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ(Covid Restrictions) উঠে যাচ্ছে। থাকছে শুধু মাস্ক পরা এবং দুরত্ব বিধি সংক্রান্ত বিধিনিষেধ।