দেশে সামান্য স্বস্তি ফিরল শুক্রবার। এদিন করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭,৫৩৩। দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটিতে পৌঁছে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর (Active Case) সংখ্য়া ৫৩ হাজারের বেশি। তবে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। একদিনে দেশে মৃত ৪৪।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৩৩ জন। একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪ জনের। যা বৃহস্পতিবারের চেয়ে অনেকটাই বেশি। তবে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ৫৭ হাজার থেকে কমে বর্তমানে দেশে সক্রিয় রোগী রয়েছেন ৫৩ হাজারের আশেপাশে। বর্তমানে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬৯ শতাংশ।
আরও পড়ুন- JDU Leader Murder: জেডি(ইউ) নেতাকে গুলি করে খুন বিহারের কাটিহারে, বিরোধীদের আঙুল নীতীশ সরকারের দিকে