গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ (India Covid update)। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান (India Covid bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৪ জন। মঙ্গলবারের থেকে ৯ শতাংশ বেশি। করোনা আক্রান্ত (Covid update) হয়ে একদিনে মৃত্যু হয়েছেন ২২৩ জনের।
আরও পড়ুন: নতুন 'সাইকো-থ্রিলার' সিরিজ নিয়ে আসছেন রাতুল-রাহুল জুটি, শুটিং শুরু এপ্রিলে
দেশে বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে ৮৫,৬৮০ জন।
টানা ২৪ দিন ধরে দেশে দৈনিক সংক্রমণের (India Covid update) গ্রাফ নিম্নমুখী। ১ লক্ষের কমেই থাকছে দৈনিক সংক্রমণ। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা কমেছে ১০,১২৯ জন।