ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ (Covid Affected)। দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ৩,৬৮৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫০ জন। সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৬৮৪।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে(Covid 19) আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৭৫ হাজার ৮৬৪ জন। দেশজুড়ে কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ৮০৩ জন। সক্রিয় কোভিড রোগীর সংখ্যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ। দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৮৮৩ জন।
আরও পড়ুন- Bengal Covid update: মৃত্যুহীন বাংলায় একদিনে আক্রান্ত ৫২ জন, সামান্য বাড়ল সংক্রমণের হার
বিশ্বজুড়ে ফের কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে। কোভিডের চতুর্থ ঢেউ(Covid 4th Wave) আছড়ে পড়েছে চিনে। ইউরোপের দেশগুলিতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে বুধবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে কোভিড নিয়ে বৈঠক করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে শিশুদের টিকাকরণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।