দেশে ৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল করোনা। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩,০৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ২০৮। দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৭৩ শতাংশে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৬৭। তবে এরই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। মোট ৯৮.৭৮ শতাংশ রোগী করোনাকে হার মানিয়ে ফের সুস্থ জীবনে ফিরে এসেছেন।
নতুন বছরের শুরু থেকেই করোনার এই বাড়বাড়ন্তে চিন্তার মেঘ ঘনিয়েছে বিশেষজ্ঞ মহলে। বিশেষ করে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র কর্ণাটক এবং কেরালার করোনা পরিস্থিতি।
আরও পড়ুন- Jitendra Tiwari: পেটের ডানদিকে ব্যথা, শ্বাসকষ্ট! জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতায় রেফার
এপ্রিলের ১০-১১ তারিখ দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে অনুষ্ঠিত হবে মহড়া। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠানো হয়েছে। সংক্রমণ হারে শীর্ষে থাকা রাজ্যগুলিকেও নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।