গত ২৪ ঘণ্টায় সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ (India Covid update)। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান (India Covid bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬১ জন। করোনা আক্রান্ত (Covid update) হয়ে একদিনে মৃত্যু হয়েছেন ১৪২ জনের।
আরও পড়ুন: পারিবারিক প্রথা মেনে কলকাতাতেই ভাসানো হবে বাপ্পি লাহিড়ির অস্থি, শহরে এল পরিবার
দেশে বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে ৭৭,১৫২ জন।
টানা ২৫ দিন ধরে দেশে দৈনিক সংক্রমণের (India Covid update) গ্রাফ নিম্নমুখী। ১ লক্ষের কমেই থাকছে দৈনিক সংক্রমণ। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪,৯৪৭ জন।