গত ২৪ ঘণ্টায় সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ (India Covid update)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান (India Covid bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। করোনা আক্রান্ত (Covid update) হয়ে একদিনে মৃত্যু হয়েছেন ২৮৯ জনের।
দেশে বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে হয়েছে ৬৩ হাজার ৮৭৮ জন।
আরও পড়ুন: রাজ্যে দ্রুত কমছে করোনা সংক্রমণ, মৃত্যুহীন বাংলায় একদিনে আক্রান্ত ১২৫ জন
টানা ২৭ দিন ধরে দেশে দৈনিক সংক্রমণের (India Covid update) গ্রাফ নিম্নমুখী। ১ লক্ষের কমেই থাকছে দৈনিক সংক্রমণ। দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ০.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত কোভিডে সুস্থ হয়েছেন মোট ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন। মোট মৃত্যু ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮ জন।