২৪ ঘন্টার মধ্যেই দেশের করোনা গ্রাফে পরিবর্তন। শনিবার সামান্য কমল কোভিড গ্রাফ। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেসও। তবে নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির বর্তমান কোভিড পরিস্থিতি। ফের লাফিয়ে বাড়ল রাজধানীতে আক্রান্তের সংখ্যা।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৯,৪০৬ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ২০ হাজার ৫০০-র গণ্ডি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.৩১ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯।
আরও পড়ুন- West Bengal Covid Update: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ৭৮৩, মৃতের সংখ্যা বেড়ে ৫
এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৪ লক্ষ ৬৫ হাজার ৫৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২০৬ কোটি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ৩২ লক্ষ ৭৩ হাজারের বেশি। জোরকদমে চলছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।