প্রায় ৬৬০ দিন পর ৫ হাজারের নীচে নামল কোভিডের দৈনিক সংক্রমণ (India Covid update)। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান (India Covid bulletin) অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। করোনা আক্রান্ত (Covid update) হয়ে একদিনে মৃত্যুর সংখ্যাও নেমেছে দুই অঙ্কে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৬ জনের।
দেশে বর্তমানে মোট সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা কমে হয়েছে ৫৪ হাজার ১১৮ জন।
আরও পড়ুন- West Bengal Covid Bulletin: বহুদিন পর ১০০-র নীচে নামল রাজ্যের দৈনিক সংক্রমণ, মৃত্যু ২ জনের
টানা ৬৬০ দিন পর দেশে দৈনিক সংক্রমণের (India Covid update) গ্রাফ এতটা কমেছে। এর পাশাপাশি দৈনিক সংক্রমণের হার একটু বেড়ে হয়েছে ০.৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৬২০ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৬৮ শতাংশ।