দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডের সংক্রমণ (Covid Affection) আরও বেশ খানিকটা কমল। দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হলেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid Death) হয়েছে ৮৬৫ জনের।
দেশে দৈনিক সংক্রমণের হার (Daily Infection) ৭.৯৮ শতাংশ থেকে কমে দাঁড়াল ৭.৪২ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ১২ লক্ষ ২৫ হাজার ১১ জন। এখনও পর্যন্ত দেশে মোট কোভিডে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ১৩ হাজার ২৪৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৯ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৬৯৭ জন ভারতীয় নাগরিক ভ্যাকসিন নিয়েছেন।