এই নিয়ে টানা তিনদিন। ২০ হাজারের উপরেই দেশের করোনার গ্রাফ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। একদিনে করোনায় মারা গিয়েছেন ৫৬ জন। আতঙ্ক তৈরি করছে বাংলা, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যে বেড়ে চলা সক্রিয় রোগীর সংখ্যা।
শনিবার কেন্দ্রের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার চুয়াল্লিশ জন। সংক্রমণ যেমন বাড়ছে, তেমনই বাড়ছে সক্রিয় রোগীর সংখ্য়া। দেশে সক্রিয় রোগীর সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৭৬০। শতাংশের বিচারে হার বেড়েছে শূন্য় দশমিক তিন দুই শতাংশ।
করোনা পরিস্থিতি উদ্বেগজনক কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলিতে। গত ২৪ ঘণ্টাতেই যেমন মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ২,৩০০-র গণ্ডি। প্রাণ হারিয়েছেন ১০ জন। বাংলাতেও পরপর দু’দিন করোনা আক্রান্ত হয়েছেন তিন হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০০০-এর বেশি।