করোনা মোকাবিলায় ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয় টিকাকরণ (Coronavirus Vaccination)। এবার দেড় বছরের মাথায় যা ২০০ কোটি টিকাকরণের মাইলফলক ছুঁয়ে ফেলল। এই খবরে খুশির জোয়ার স্বাস্থ্য় মহলে। নতুন করে করোনার বাড়বাড়ন্তের মধ্যে ভারতের এই সাফল্য যে গোটা দেশের জন্য বড় খুশির খবর বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই গোটা দেশকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Prime Minister Narendra Modi)। তিনি টুইটে লিখেছেন, ভারত আবার ইতিহাস গড়ল। পাশাপাশি প্রধানমন্ত্রী সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়েছে। যাঁরা টিকাদান অভিযানকে গতিদানে অবদান রেখেছেন, তাঁদের জন্য গর্ব প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টিকা যাত্রাকে 'কেন্দ্র সরকারের সার্বিক প্রয়াসের পরাক্রমশালী প্রতীক' বলে অভিহিত করেছেন, যা মোদী সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর নীতির একটি অংশ।