দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 Affected) হলেন ৩৩৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত ৪ কোটি ৩০ লক্ষ ৭২ হাজার ১৭৬ জন। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা (Covid Deaths) ৫ লক্ষ ২৩ হাজার ৭৫৩। বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৭,৮০১ (Active Covid Cases)।
বর্তমানে দেশে কোভিডে মোট আক্রান্তের ০.০৪ শতাংশ সক্রিয় কোভিড রোগী। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৮২১। দৈনিক সংক্রমণের হার ০.৭২ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ০.৬৩ শতাংশ।
আরও পড়ুন: অবশেষে স্বস্তি ! এবার মিলবে বৃষ্টির দেখা, কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের
এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মোট ৪ কোটি ২৫ লক্ষ ৩০ হাজার ৬২২ জন। দেশে মৃত্যুর হার ১.২২ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ভ্যাকসিন হয়েছে ১৮৮ কোটি ৬৫ লক্ষ নাগরিকের। গত ২৪ ঘণ্টায় কর্নাটকেই প্রাণ হারিয়েছেন ৪২ জন। কেরলে প্রাণ হারিয়েছেন ১৪ জন। দিল্লি ও মহারাষ্ট্রে ২ জন করে কোভিডের বলি হয়েছেন।