বড়দিনের আগে ভয় ধরাচ্ছে ওমিক্রনের নয়া প্রজাতি জে এন ওয়ান। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হলেন ৩২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র কেরলে নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১ জনের।
বৃহস্পতিবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৫৯৪ জন। শুক্রবার সক্রিয় কোভিড রোগীর সংখ্যা একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২৯৯৭। একাধিক রাজ্যে কোভিড আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। নয়ডায় দীর্ঘদিন পর কোভিড আক্রান্ত পাওয়া গিয়েছে। এই রাজ্যেও তিনজন কোভিড আক্রান্ত হয়েছেন।
ওমিক্রনের নতুন প্রজাতি জে এন ওয়ান নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, অযথা ভয় পাওয়ার কিছু নেই। মাস্ক পরতে হবে। ফের কোভিড বিধি মানতে হবে। একাধিক রাজ্যে ফের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে।