দেশে দৈনিক করোনা (National COVID Update) সংক্রমণের হার ২০ হাজার ছাড়িয়ে গেল। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম এমনটা ঘটল। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ২০ হাজার ১৩৯ জন। এই সংখ্যাটি তার আগের দিনের সংক্রমণের সংখ্যার তুলনায় ১৯ শতাংশ বেশি। এর ফলে এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৯৮৯। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এর জেরে অতিমারী শুরু হওয়ার পর এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৫৫৭।
Kolkata News:কলকাতা স্টেশনের কাছে দিনের আলোয় গলায় ব্লেড ঠেকিয়ে ধর্ষণ
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৭৬। মোট অ্যাকটিভ কেসের সংখ্যা মোট সংক্রমণের ০.৩ শতাংশ। দেশে কোভিড থেকে সেরে ওঠার হার ৯৮.৫ শতাংশ।