দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ২০৬৭ জন। বুধবারের থেকে সংক্রমণ বাড়ল ৬৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু (Covid 19 Deaths) হয়েছে ৪০ জনের। দেশে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর (Active Case Load) সংখ্যা ১২,৩৪০।
দেশে ফের কোভিড সংক্রমণ উর্ধ্বমুখী। কোভিডের চতুর্থ ঢেউ (Covid 19 Fourth Wave) আসতে পারে, তা নিয়ে আগেই সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংক্রমণ সামান্য বাড়তে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। রাজধানী দিল্লি, এনসিআর, উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যেই শুরু হয়ে গিয়েছে কোভিড বিধি (Covid Guidelines)। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহারও। দিল্লিতে মাস্ক না পরলেই ফের চালু হয়ে গিয়েছে জরিমানা। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার ০.৪৯ শতাংশ। এই সপ্তাহে সংক্রমণের হার ০.৩৮ শতাংশ।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত ২৮ জন, মৃত্যু হয়নি কারও
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৫৪৭ জন। এখনও পর্যন্ত মোট কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি, ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন। দেশে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। কোভিডের দুটি টিকা নিয়েছেন দেশের ১৮৬ কোটি ৯০ লক্ষ নাগরিক।