গত কয়েকদিন ধরেই desher কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবারের পরিসংখ্যান রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াল। একদিনে দেশে করোনা ভাইরাস আক্রান্ত হলেন ১৩০০ জন, দৈনিক আক্রান্তের নিরিখে যা বিগত ১৪০ দিনের মধ্যে সর্বোচ্চ।
অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ৭৬০৫। একদিনে মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৩ জনের। করোনায় দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮১৬। উদ্বেগ বাড়িয়ে দেশের পজিটিভিটি রেট এখন ১.৪৬ শতাংশ।
মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে চার কোটি ছুঁইছুঁই। ৪ কোটি, ৪৬ লক্ষ, ৯৯ হাজার ৪১৮। অ্যাক্টিভ কেস এবং সুস্থতার হার যথাক্রমে ০.০২ % এবং ৯৮.৭৯ %।