দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 India) হলেন ১৪,৫০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০ জনের। দেশে নতুন করে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৬০২।
দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ৭৭ জন। মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৩৩ হাজার ৩৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের ০.২১ শতাংশ সক্রিয় কোভিড রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ।
আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল কোভিড সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৫৪ জন, দৈনিক সংক্রমণ ৯.৯২ শতাংশ
দেশে দৈনিক সংক্রমণের হার ৩.৩৫ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণ দৈনিক সংক্রমণের প্রায় সমান, ৩.৩৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, দৈনিক মৃত্যুর হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৪৬ লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন।