একদিনে বেশ খানিকটা কমল দৈনিক করোনা আক্রান্তের (daily cases of coronavirus) সংখ্যা। কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ১৯ জনের।
বিশেষজ্ঞদের দাবি, ভারতের করোনার চতুর্থ ঢেউ (fourth wave of coronavirus) যে কোনও সময়েই আছড়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের কোভিড পজিটিভিটির হার ৫.২৫ শতাংশ।
তবে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ইজরায়েলের এক গবেষকের পর্যবেক্ষণ। তিনি জানিয়েছেন বাংলা সহ দেশের দশ রাজ্যে করোনা ভাইরাসের নয়া প্রজাতি বি এ ২.৭৫ এর খোঁজ মিলেছে, যা খুবই দ্রুত হারে সংক্রমণ ঘটাতে পারে।