দেশে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid 19 India) হলেন ১৭,০৭০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭ হাজার ১৮৯ জন।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩৪ লক্ষ ৬৯ হাজার ২৩৪ জন। এখনও পর্যন্ত মোট কোভিডে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জন।
আরও পড়ুন: রাজ্যে একলাফে দেড় হাজার পার কোভিড আক্রান্ত, মৃত ১
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের ০.২৫ শতাংশ দেশে সক্রিয় কোভিড রোগী। সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশে দৈনিক সংক্রমণের হার ৩.৫৯ শতাংশ। এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন। মৃত্যুর হার ১.২১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন নিয়েছেন ১৯৭ কোটি ৭৪ লক্ষ মানুষ।