রবিবারের তুলনায় সোমবার দেশে বেশ খানিকটা কমল কোভিড সংক্রমণ (Daily Covid Graph) । কমেছে মৃতের (Death Toll) সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,২০৭ জন। রবিবার সংখ্যাটা ছিল ৩,৪৫১ । একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের ।
দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,৪০৩, এটিও রবিবারের তুলনায় কম। গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ৩,৪১০ জন । এখনও পর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৯০৫ জন কোভিড মুক্ত হয়েছেন। মোট টিকাকরণ হয়েছে ১৯০ কোটি ৩৪ লক্ষ ৯০ হাজার ৩৯৬ জনের।