ভারতে করোনা (COVID cases) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২৭০ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
স্বাস্থ্য মন্ত্রকের (Minstry of Health) রবিবারের রিপোর্ট আরও জানিয়েছে, প্রায় ৩৪ দিন পর দেশে ফের দেশে দৈনিক পজিটিভিটি রেট ১ শতাংশের বেশি। ওই একই সময়ে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ছিল ২৪ হাজার ৫২ জন। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা মোট কোভিড রোগীর ০.০৬ শতাংশ এবং সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।
Covid Vaccine Corbevax:কোভিড বুস্টার ডোজের জন্য কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র সরকারের
রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে ১৩ জনই কেরালার। বাকি দুই জন মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বাসিন্দা ছিলেন। উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৫ লাখ ২৪ হাজার ৬৯২ জনের।
দেশের অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। রাজ্যের যে ৫ স্বাস্থ্য-জেলায় সংক্রমণ বাড়ছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নন্দীগ্রাম ও বসিরহাট। বসিরহাট স্বাস্থ্য জেলায় সংক্রমণের হার সর্বাধিক। এখানে সংক্রমণের হার ১.১৬ শতাংশ। তারপর সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলায়। স্বাস্থ্য দফতরের তৃতীয় সেন্টিনেল সার্ভে থেকে এই তথ্য পাওয়া গেছে।