দেশে নতুন করে কোভিড আক্রান্ত ৮৪১ জন। গত ২২৭ দিনে আক্রান্তের নিরিখে যা সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। তাঁরা কেরল, কর্নাটক ও বিহারের বাসিন্দা।
গত মে মাসে শেষবার দেশে ৮৬৫ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। দৈনিক সংক্রমণের হার গত ৫ ডিসেম্বর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোভিডের নয়া উপরূপ জে এন ওয়ানে সংক্রমণ বাড়ছে। তবে সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ।