শুধু মানুষ নয়, এবার থেকে মনুষ্যেতর প্রাণীরাও করোনার ভ্যাকসিন পাবে। হরিয়ানার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ সেন্টারের(ICAR) তৈরি এই টিকার নাম অ্যানোকোভ্যাক্স। এটাই প্রাণীদের জন্য সর্বপ্রথম কোভিড-১৯ ভ্যাকসিন, যা ভারতেই তৈরি হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের হাত ধরে এই নয়া ভ্যাক্সিনের যাত্রা শুরু হয়।
অ্যানোকোভ্যাক্স হল প্রাণীদের জন্য একটি নিষ্ক্রিয় SARS-CoV-2 ডেল্টা (COVID-19) ভ্যাকসিন। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) এক বিবৃতিতে বলেছে, অ্যানোকোভ্যাক্স দ্বারা সৃষ্ট অনাক্রম্যতা SARS-CoV-2-এর ডেল্টা এবং ওমিক্রন উভয় ভাইরাসকেই নিষ্ক্রিয় করে দেয়।
আরও পড়ুন- Bengal Covid update : মার্চের পর এই প্রথম, বাংলায় করোনা ফের ১০০ পার
ভ্যাকসিনটিতে অ্যালহাইড্রোজেল সহ নিষ্ক্রিয় SARS-CoV-2 (ডেল্টা) অ্যান্টিজেন রয়েছে। এটি কুকুর, সিংহ, চিতাবাঘ, ইঁদুর এবং খরগোশের জন্য নিরাপদ ভ্যাকসিন হিসেবেই বিবেচিত হয়েছে।
অ্যানোকোভ্যাক্স ছাড়াও, তোমার 'CAN-CoV-2 ELISA কিট' চালু করেছেন। যা একটি সংবেদনশীল এবং নির্দিষ্ট নিউক্লিওক্যাপসিড প্রোটিন-ভিত্তিক পরোক্ষ ELISA কিট। এটি মূলত কুকুরদের মধ্যে SARS-CoV-2 এর বিরুদ্ধে অ্যান্টিবডি সনাক্তকরণের জন্য ব্যবহৃত হবে।