কোভিড যুদ্ধে নজির তৈরি করল ভারত। গত দু বছরে এই প্রথম মৃত্য়ু শূন্য় দেশ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। যা দু বছর আগে এপ্রিল মাসে আক্রান্তের সংখ্য়া ছিল ৫৪০ জন। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে তা দাবি করা হয়েছে।
দুনিয়ার সামনে ভারতের কোভি়ড লড়াই একটা উদাহরণ। এই রোগকে জয় করার ব্যাপারে বারবার টিকাকরণের উপরেই জোর দিয়েছে সরকার। দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকা ঘরে ও বাইরে কাজে দিয়েছেন। বিদেশেও ভারতীয় টিকা কোভিড-মুক্তিতে সাফল্য পেয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দাবি, ভারতে মোট কোভিড আক্রান্ত ৪ কোটি ৪৬ লক্ষ ৬২ হাজার ১৪১। করোনা সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ২১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জনের।
দেশে এই মুহূর্তে সুস্থ হয়েছেন ৯৮.৭৮ শতাংশ দেশবাসী। মোট ৪ কোটি ৪১ লক্ষ ১৭ হাজার ৬১১ জন মানুষ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। টিকাকরণ প্রক্রিয়ার শুরু থেকে এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৭৪ লক্ষ করোনা টিকা দেওয়া হয়েছে।