ভারত-চিন সীমান্তে রকেট বাহিনী তৈরি করতে চলেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। খুব শিগগির ভারতীয় সেনাবাহিনীর হাতে, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে চলেছে। চিন সীমান্তে সেগুলি মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এই ১২০টি ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিয়ে দিয়েছে।
পূর্বপরিকল্পিত ভাবে ব্যবহারের কথা ভেবে সরকারের তরফে এই পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদনএই প্রথম । তিন বাহিনীর প্রয়াত প্রধান জেনারেল বিপিন রাওয়াতেরই পরিকল্পনা ছিল এটা গত ডিসেম্বরে দু’টি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও করা হয়েছিল। জেনারেল রাওয়াতের মৃত্যুর পর সেই কাজ থমকে যায়। নতুন করে চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাতের আবহেই ক্ষেপণাস্ত্রগুলি আসতে চলেছে ভারতের কাছে।
India corona situation: করোনার নয়া ভ্যারিয়ান্টে চিনের মতো প্রভাব ভারতে নয়, আশ্বাস বিশেষজ্ঞের
প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। নিজের অভিমুখ বদলাতেও পারে।