ছিল ১৭ হাজার। সেখান থেকে এক ঝটকায় ভারতে করোনা দৈনিক সংক্রমণ নেমে গেল ১১ হাজারে। কিন্তু সরকারকে উদ্বেগ বজায় থাকল দৈনিক মৃত্যু সংখ্যা এবং সেইসঙ্গে সক্রিয় রোগীর বেড়ে যাওয়ার ঘটনায়। মঙ্গলবার কেন্দ্রীয় বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৯৩ জন। সেই সঙ্গে মৃত্যু হয়েছে ২৭ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ হাজার ৭০০ জন। শতকরা হারে যা ০.২২ শতাংশ।
কেন রোজ বেড়ে যাচ্ছে করোনায় সক্রিয় রোগীর সংখ্য়া। তা নিয়ে নতুন করে চিন্তায় পড়েছেন বিশেষজ্ঞরা। কারণ, করোনা রুখতে দেশে টিকাকরণ এখন জারি আছে। অনেকই বুস্টার ডোজও নিয়েছেন। তারপরেও কেন বাড়ছে সক্রিয় রোগী, তা উদ্বেগ বাড়াচ্ছে সরকারের।
সোমবারই বর্ধমান থেকে রাজ্যের মানুষকে ফের একবার সতর্ক করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সামনে উৎসবের মরশুম। তার আগে যে করেই হোক এই সংক্রমণ রুখতে হবে। রাজ্যের মানুষকে আরও সতর্ক এবং সচেতন হতেও অনুরোধ করেন তিনি।
ভারতে এখনও পর্যন্ত করোনার বলি মোট ৫,২৫,০৪৭। সুস্থ হয়ে উঠেছেন ৪,২৭,৯৭,০৯২। আক্রান্তের তুলনায় যা ৯৮.৫৭ শতাংশ। ইতিমধ্যে ১৯৭ কোটি ৩১ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই শুধুমাত্র ১৯,২১,৮১১ টি ডোজ পেয়েছেন দেশবাসী।