আর ৯ মাসের অপেক্ষা নয়। কোভিড 19-এর বুস্টার ডোজ তার আগেই নেওয়া যাবে। তবে, এই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিদেশ ভ্রমণে যাবেন যে ভারতীয়রা, কেবলমাত্র তাঁরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে মোদী সরকার। যে দেশে যাবেন তাঁরা সেই দেশের কোভিডবিধি মেনেই বুস্টার নিতে পারবেন। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএআইজি'র পরামর্শ মেনেই এই ছাড়পত্র দিতে রাজি হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
"বিদেশ ভ্রমণে যাওয়া অথবা পড়াশোনার জন্য বিদেশে যাওয়া ভারতীয় নাগরিকরা সংশ্লিষ্ট দেশের কোভিড-নীতি মেনেই প্রিকশন ডোজ নিতে পারবেন। কয়েকদিনের মধ্যে 'কো-উইন' পোর্টালে এই সুবিধা পাওয়া যাবে', একটি টুইট করে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
প্রসঙ্গত, বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত ভারতীয় নাগরিক করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বাদেই প্রিকশন ডোজ নিতে পারেন।
চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন যাঁরা, কোভিডের ফ্রন্টলাইন ওয়ার্কার ও ৬০ বছরের ঊর্ধ্বে কো-মর্বিডিটি থাকা ভারতীয় নাগরিকদের করোনার প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়। চলতি মার্চ মাস থেকেই কো-মর্বিডিট না থাকলেও ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত ভারতীয় নাগরিকের কোভিড প্রিকশন ডোজ নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়।
গত ১০ এপ্রিল থেকে বেসরকারি কোভিড টিকাকরণ কেন্দ্রগুলিতে ১৮ বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের প্রিকশন ডোজ দেওয়া চালু হয়েছে।