দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মারণ করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই মাঝেই আতঙ্ক বাড়ল ইজরায়েলের এক বিজ্ঞানীর কথায়। তিনি দাবি করেছেন, ভারতের অনেকগুলি রাজ্যে ছড়িয়ে পড়েছে করেনাভাইরাসের নতুন প্রজাতি। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
ওই বিজ্ঞানীর দাবি, করোনার নতুন প্রজাতি বিএ.২.৭৫, (BA.2.75) ছড়িয়ে পড়েছে ভারতে। এই নিয়ে এখনই সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। নয়তো বিপদ বাড়বে।
ইজরায়েলের শেবা মেডিক্য়াল সেন্টারের সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির প্রধান শে ফ্লেইশন দাবি করেছেন, বিশ্বের ৭টি দেশে ছড়িয়েছে বিএ.২.৭৫ (New Corona Variant)। তার অন্যতম হল ভারত। করোনার নতুন এই প্রজাতির ৮৫ টি জিনোম সিকোয়েন্স খুঁজে পাওয়া গেছে বলে দাবি ওই বিজ্ঞানীর। তিনি জানিয়েছেন, বাংলা-সহ ভারতের ১০টি রাজ্যে করোনার এই প্রজাতি ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল, খুব দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হতে পারে বিএ.২.৭৫। ফলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে লাফিয়ে লাফিয়ে।
Zomato delivery boy's CV: পেস্ট্রির বাক্সে জোম্যাটো ডেলিভারি বয়ের সিভি ভাইরাল! আসল ব্যাপার খানা কী?
মহারাষ্ট্রের ২৭ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, কর্নাটকে ১০ জন, হরিয়ানায় ৬ জন, মধ্যপ্রদেশে ৫ জন, তেলাঙ্গানায় ২ জন, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশে ১ জন করে আক্রান্তের খবর মিলেছে বলে দাবি ওই সাংবাদিকের।