ফের ভয় ধরাচ্ছে কোভিড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার শুধুমাত্র কেরলে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ জন। এবং গোটা দেশে মোট ২৬৬৯জন আক্রন্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩- জনের।
বর্তমানে কোভিডের JN 1 ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও বিশেষজ্ঞ মহলের মত, এটি ওমিক্রনেরই একটি ভাগ। তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন তাঁরা।
কোভিড পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে যে কোনও পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়।