ভারত বায়োটেক এর তৈরি ইনকোভ্যাক- ন্যাজাল ভ্যাকসিনকে কে বুস্টার হিসাবে ব্যবহার করার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কো উইন পোর্টালেই সংরক্ষণ করা যাবে।
জানুন পদ্ধতি
১. কোউইন পোর্টালে নিজের পূর্ব নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
২. ওটিপি-র সাহায্যে মোবাইল নম্বর যাচাই করতে হবে।
৩. ভ্যাকসিন স্ট্যাটাসে ক্লিক করে জানা যাবে, আপনি কোন বুস্টার টিকা নিতে পারবেন। শেষ টিকার ৯মাস পেরোলে তবেই বুস্টার টিকা নেওয়া যাবে।
৪. বুস্টার টিকা বেছে নেওয়ার পর পিনকোড দিয়ে আপনার নিকটবর্তী টিকা কেন্দ্রটি বেছে নিন।
৫. টিকাকেন্দ্র বেছে নেওয়ার পর টিকা নেওয়ার দিন এবং সময় বেছে নিন।