কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। ৮০ শতাংশ আক্রান্তই উপসর্গহীন। জানালে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
মেয়র জানান, আক্রান্তদের ৮০ শতাংশই উপসর্গহীন (Asymptomatic COVID Patients)। জ্বর, সর্দি-কাশির মতো উপসর্গ রয়েছে ১৭ শতাংশের। হাসপাতালে যাওয়ার দরকার পড়ছে ৩ শতাংশের। সংখ্যাটা যেহেতু ৩ শতাংশ, তাই খুব বেশি হাসপাতালের প্রয়োজন পড়ছে না। তবে সেফ হোমগুলি ফের চালু করে দেওয়া হচ্ছে। আগামী এক-দু’দিনের মধ্যেই পরিকাঠামো গড়ে তোলা যাবে। সোমবার থেকেই খুলে দেওয়া যাবে সেফ হোমগুলি।
শহর জুড়ে কনটেনমেন্ট জোন (Containment one) চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুলে দেওয়া হচ্ছে সেফ হোমগুলিও (Safe Home)। একই সঙ্গে ফের চালু হচ্ছে পুরসভার হেল্পলাইন (KMC Helpline)। তাতে পুরসভায় ফোন করে পরামর্শ নিতে পারবেন রোগী এবং তাঁর পরিবার। ফোন করলে বাড়িতে গিয়েও করোনা পরীক্ষা (COVID Test) করবে পুরসভা।
রাজ্যে দৈনিক সংক্রমণ ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। কলকাতা পুলিশেও করোনা ধরা পড়েছে।