মাত্র কয়েকদিনের ব্যবধান।
আবার করোনায়(Coronavirus) হামলায় জেরবার কলকাতা পুলিশের(KP) সদর দফতর লালবাজার(Lalbazar)। নতুন করে এই ভাইরাসের হানায় আক্রান্ত ১২ জন আইপিএস-সহ ৯৯ জন। সবমিলিয়ে সংখ্যা দাড়াল ৪৫০। এর আগে ৩৫১ জন আক্রান্ত হয়েছিলেন লালবাজারে(Lalbazar)।
ইতিমধ্যেই করোনার(Corona) জেরে বন্ধ করে দেওয়া হয়েছিল ভবানীপুর থানা(Bhawanipore Police Station)। তার মধ্যে নতুন করে লালবাজারে সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ল।
আরও পড়ুন- Booster Dose: আজ থেকেই সারা দেশে শুরু করোনার বুস্টার ডোজ দেওয়া
করোনায়(Corona) প্রথম সারির কর্মী হিসেবে কর্মরত পুলিশ, নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। প্রতিনিয়তই তাঁদের বাইরে বেরিয়ে শহর রক্ষা এবং সচেতনতা প্রচারের কাজে নামতে হচ্ছ। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদের কোভিডে(Covid-9) আক্রান্ত হওয়াকে স্বাভাবিকভাবেই দেখছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা।