ওমিক্রনের (Omicron) দাপটে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, লন্ডন থেকে আসা কোনও বিমানকে কলকাতায় (Kolkata) নামতে দেওয়া হবে না। এর পরেই উদ্বেগ বেড়েছিল যাত্রীদের একাংশের। অনেকেরই কলকাতা থেকে লন্ডনে (Kolkata to London) যাওয়ার টিকিট কাটা ছিল। সেই টিকিটে আদৌ লন্ডনে যাওয়া যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অবশেষে সেই সংশয় কাটল।
বিমানবন্দর জানিয়েছে, কলকাতায় লন্ডনের বিমান নামবে না ঠিকই, তবে কলকাতা থেকে ছাড়বে লন্ডনের বিমান।
Omicron: ভয়াবহ চেহারা সংক্রমণের! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
জানুয়ারি থেকে প্রতি রবিবারই ছাড়বে এআই ১৬৩ ফ্লাইট। ইতিমধ্যেই কলকাতা থেকে লন্ডনগামী জানুয়ারি মাসের সমস্ত ফ্লাইটে কার্যত 'ঠাঁই নাই' রব। প্রায় ভরতি হয়ে রয়েছে সব বিমান। ইকোনমি ক্লাসের ২২০ জন এবং বিজনেস ক্লাসের ১৪টি আসনের সবই বুকড। একই অবস্থা দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, অমৃতসর ও আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইটেরও।
ফলে কলকাতা থেকে এই সব শহর হয়ে লন্ডনে যাওয়ার রাস্তা বন্ধ। আপাতত তাই সরাসরি কলকাতা থেকে লন্ডন, এই ওয়ান ওয়ে ফ্লাইটেই ভরসা রাখতে হবে এই শহরের যাত্রীদের।