টালিগঞ্জের পর এবার বেলঘরিয়া। স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির তদন্তে আবারও যকের ধনের হদিশ পেল কেন্দ্রীয় সংস্থা ইডি। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই মাথা হেঁট হয়ে গেল বলে মনে করছেন রাজ্য়ের শাসক দল তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার সন্ধ্য়ায় পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতার মুখোপাধ্য়ায়ের রথতলার ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা উদ্ধারের পর কুণাল ঘোষ জানান, অত্যন্ত উদ্বেগজনক ছবি। এবং যথেষ্ট উদ্বেগজনক। এটাকে কোনওমতেই আড়াল করার চেষ্টা তারা করবেন না। এ একেবারেই কাম্য নয়। এটা মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। এত টাকা এক জায়গায় জমিয়ে রাখা আলিবাবার গল্পে দেখা গিয়েছিল! এই ছবি গর্বের নয়, কলঙ্কের। গোটা পরিস্থিতিটাই অস্বাভাবিক।
একইসঙ্গে তাঁর দাবি, দোষীকে আড়াল করার কোনও প্রশ্নই নেই। টাকার উৎস্য সম্পর্কে নূন্যতম প্রমাণ ইডি আদালতে পেশ করলেই তৃণমূল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তৃণমূল গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেও বুধবার রাতে জানান কুণাল ঘোষ।
আরও পড়ুন: ভোররাত পর্যন্ত চলল গণনার কাজ, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ২৭ কোটি ৯০ লক্ষ উদ্ধার
তবে, এই ঘটনায় এদিন সরাসরি গ্রেফতার রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কেই নিশানা করেন তৃণমূল মুখপাত্র। কুণাল জানান, পার্থ চট্টোপাধ্য়ায়ের একবারও এটা বলার নৈতিকতা নেই যে, তিনি নির্দোষ। তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তখন তো তাঁকে কথা বলতে দিত না পুলিশ। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তো সংবাদমাধ্যম কথা বলার যথেষ্ট সুযোগ দিয়েছে! তিনি কেন এ কথাটা বলতে পারছেন না যে, তাঁর কোনও দোষ নেই।