করোনা তিনটি ঢেউ (Covid 19) পেরিয়ে আসার পর এখন একটু হলেও কমেছে সংক্রমণ। এর মধ্যেই এই ভাইরাসের বলি হয়েছে বিশ্বব্যাপী কয়েক লক্ষ মানুষ। টিকাকরণ, কোভিড বিধি কোন কিছুই যেন দমিয়ে রাখতে পারেনি সংক্রমণকে। দুটি করোনা টিকার পর বুস্টার ডোজ নিয়েও কোভিড পজিটিভ মানুষের সংখ্যা নেহাতই কম নয়। এবার ল্যানসেটের গবেষণা (Lancet study) বলছে, করোনা আক্রান্ত হওয়ার পরও প্রায় দু’বছর মতো রোগীদের মধ্যে করোনার লক্ষণ থেকে যেতে পারে। দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা (Lancet study on Covid) অনুসারে দেখা গিয়েছে কোভিড পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি অধিকাংশ মানুষের প্রায় ২ বছর পরেও কোভিডকালীন কিছু সমস্যা রয়ে গিয়েছে। তার মধ্যে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ঘুমের সমস্যা অন্যতম।
আরও পড়ুন: আর ৯ মাসের অপেক্ষা নয়, বিদেশভ্রমণে গেলে কোভিড প্রিকশন ডোজ নেওয়া যাবে তার আগেই
প্রাথমিকভাবে অসুস্থ হওয়ার ছয় মাস পরে, ৬৮ শতাংশ অংশগ্রহণকারীদের মধ্যেই অন্তত একটি দীর্ঘ কোভিড উপসর্গের (Covid symptoms) খোঁজ মিলেছে । সংক্রমণের দুই বছর পরে, লক্ষণগুলির রিপোর্ট ৫৫ শতাংশে নেমে এসেছিল। এর মধ্যে ক্লান্তি বা পেশীর দুর্বলতা এমন লক্ষণ যা ছয় মাসে ৫২ শতাংশ থেকে দুই বছরে ৩০ শতাংশে নেমে এসেছে ।
গবেষণায় এই কথাও বলা হয়েছে, যে লং কোভিড নিয়ে আরও পরীক্ষা–নিরীক্ষা দরকার। লং কোভিড শরীরে কী প্রভাব ফেলছে, কতদিন স্থায়ী হচ্ছে, এসবও বিশদে জানা দরকার। জার্নালে বলা হয়েছে, লং কোভিডের উপসর্গ দু’ বছর ধরে জাঁকিয়ে বসতে পারে শরীরে। এই লং কোভিড কীভাবে এড়ানো যেতে পারে, সেই বিষয়েও যথেষ্ট গবেষণা হয়নি বলে আক্ষেপ রয়েছে জার্নালে।