কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছিল গোটা দেশে। মুম্বইয়ে (Mumbai) ফের নতুন প্রজাতি XE-র (Covid New Variant) খোঁজ পেতেই ফের উদ্বেগ বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, XE-র পাশাপাশি কোভিডের আরও একটি রূপ কাপ্পার (Kappa Variant) খোঁজও পাওয়া গিয়েছে।
কিন্তু কতটা ভয়ঙ্কর কোভিডের এই নয়া প্রজাতি! বিশেষজ্ঞদের মতে, কোভিডের আগের দুই প্রজাতি বিএ-১ ও বিএ-২ এর সংমিশ্রিত রূপ XE প্রজাতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ওমিক্রনের বিএ-২ প্রজাতির তুলনায় এটি ১০ গুণ বেশি শক্তিশালী (10 Times Stronger)।
করোনা ভাইরাসের (Coronavirus) ক্ষেত্রে অধিকাংশ সময়ই উপসর্গ একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওমিক্রনে (Omircon) আক্রান্তদের অনেকেরই উপসর্গ দেখা যায়নি। আবার অনেক সময় কোভিড পরীক্ষাতেও ধরা পড়েনি ভাইরাস। কোভিডের এই প্রজাতির উপসর্গ নিয়ে আগেভাগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দেখে নিন, কী থাকবে এক্সই প্রজাতির উপসর্গ।
কাঁপুনি দিয়ে জ্বর আসবে, আকষ্মিক কাশি হবে, যা ছোঁয়াচে। স্বাদ ও গন্ধের অনুভূতি পালটাবে রোগীর। শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ খুব ক্লান্ত মনে হবে।গা-হাত পায়ে ব্যথা করবে, মাথা যন্ত্রণা করতে পারে, গলা ব্যথা হতে পারে। নাক বন্ধ হয়ে যাবে বা নাক দিয়ে জল পড়বে। মুখে অরুচি থাকবে, খিদে থাকবে না। ডায়েরিয়াও হতে পারে,গা গোলানো ভাব থাকতে পারে। এই সব হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে কোভিড পরীক্ষা করান। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খান।
আরও পড়ুন: ভারতেও করোনার XE প্রজাতির হদিশ, আক্রান্ত মুম্বইয়ের এক রোগী
২০২০ সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল কোভিড আতঙ্ক। দেশজুড়ে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। কোভিডের চাপে ধুকে গিয়েছে বিশ্ব অর্থনীতি। ফের নতুন করে কোভিড সংক্রমণ বাড়লে অনেক দেশই বিপদে পড়বে। সম্প্রতি মুম্বইকে মাস্ক ফ্রি ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। বুধবার মুম্বইয়ে নতুন করে কোভিডের নয়া প্রজাতি খুঁজে পাওয়ায় ফের উদ্বেগ বাড়থছে দেশজুড়েই।