করোনার (Coronavirus) বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চলবে। তবে এখনই লকডাউন (Lockdown) ঘোষণা করা হবে না। শনিবার এই বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
কোভিডের প্রথম ঢেউ ও কঠোর লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি ২৪ শতাংশ সঙ্কুচিত হয়েছিল। বিভিন্ন সেক্টর বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ঢেউয়ের সময় দেশ জুড়ে লকডাউনের পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: Coronavirus: করোনা রুখতে অস্থায়ী হাসপাতাল তৈরির নিদান, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের
তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মুখে নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, “করোনার চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু করোনা ভারতের গতি রুখতে পারবে না।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে মনে করা হচ্ছে, তৃতীয় ঢেউ এলেও যে ফের পুরোপুরি লকডাউন হবে না, বছরের প্রথম দিনে তারই ইঙ্গিত মিলল। প্রধানমন্ত্রী আজ বলেন, “ভারত সব রকম সাবধানতা বজায় রেখে, সব রকম সতর্কতার সঙ্গে করোনার সঙ্গে লড়বে এবং নিজের জাতীয় স্বার্থও পূর্ণ করবে।” তাঁর বক্তব্য, ২০২২-এ দেশের আর্থিক বৃদ্ধির গতি আরও বাড়াতে হবে।