বঙ্গ রাজনীতিতে ফের সৌজন্যতার ছবি। সৌজন্যে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ।
করোনা(Corona) আক্রান্ত রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। রবিবার তাঁকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সোমবার রাজ্য বিজেপি সভাপতি কেমন আছেন জানতে চেয়ে তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর ফোনে তাঁদের মধ্যে মিনিট খানেক কথা হয়। ফোনে সুকান্তর শারীরিক কুশল জানতে চান মুখ্যমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর হালকা সর্দি-কাশি রয়েছে। তবে জ্বর নেই। বেসরকারি হাসপাতালটির কোভিড ওয়ার্ডে(Covid Ward) রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।
শনিবার রাত থেকেই করোনার উপসর্গ দেখা যায় সুকান্তের মধ্যে। পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। এদিকে, রাজ্য বিজেপির সভাপতির দ্রুত আরোগ্য কামনায় কালীঘাটে(Kalighat) যজ্ঞ করলেন বিজেপি সমর্থকরা।