রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affection) হলেন ১৪,৯৩৮ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী মৃত্যু হয়েছে ৩৬ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা ৪৯২৯ জন। সুস্থতার হার ৯০.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় (Kolkata) নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৮৯৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৬৫ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হলেন ১০২৯ জন। এই জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের।
আরও পড়ুন: সংক্রমণ কমলেও রাজ্যে একদিনে করোনার বলি ৩৯ জন!
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা করিয়েছেন ৫৩,৮৭৬ জন। সংক্রমণের হার ২৭.৭৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড পরীক্ষা করিয়েছেন ২ কোটি ২৩ লক্ষ ২৭ হাজার ৯৮ জন।