উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কী ভাবে ভোটে লড়াই করবে বিজেপি (Bjp) ?
কার্যত তা ঠিক করতে বৃহস্পতিবার বিজেপির সদর দফতরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Jogi Adityanath) নিয়ে বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু এই বৈঠকের আগে করোনার থাবার কাঁপছে গেরুয়া শিবিরের সদর দফতর।
জানা গিয়েছে, গত কয়েকদিনের দিল্লিতে বিজেপির এই সদর দফতরে করোনা আক্রান্ত হয়েছেন কমবেশি ৪২ জন। সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( J P Nadda) করোনা আক্রান্ত হওয়ার পর, গণহারে টেস্ট করা হয়। তার রিপোর্টেই এই সংখ্যা ধরা পড়েছে। তাঁদের মধ্যে একদিকে যেমন কর্মীরা রয়েছেন, অন্যদিকে রয়েছেন দলের পদাধিকারীরাও। সংক্রমিত সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার এই দফতরে বসেই গভীর রাত পর্যন্ত উত্তরপ্রদেশ নিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ (Amit shah)। বৃহস্পতিবার এই দফতরেই রয়েছে উত্তরপ্রদেশ নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। তার আগে, ৪২ জন কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।